Header Ads

ETP plant সম্পর্কে আলোচনা। ETP কি, কেন এবং এর কাজ।


ETP: Effluent Treatment Plant.

ETP পরিবেশ বিজ্ঞানের একটি বিষয় হলেও সিভিল ইঞ্জিনিয়ারিং এর আলোচ্য বিষয়। ভাইভার জন্য কমন একটি প্রশ্ন হল ETP কি?
ETP plant : শিল্প কারখানার তরল বর্জ্য পদার্থকে যে plant এর মাধ্যমে পরিশোধন করে সাধারন পানির মত করে পুনঃব্যবহার করার উপযোগী করে বা শিল্প কারখানা থেকে নির্গত পানি যেন পরিবেশকে দূষিত করতে না পারে সে জন্য যে প্লান্ট ব্যবহার করা হয় তাকেই ETP plant বলে। দূষিত পানি উৎপাদনকারী সকল কারখানতেই ETP ব্যবহার করা বাধ্যতামূলক। বড় বড় সকল শিল্প প্রতিষ্ঠানেই ETP plant আছে।



Water treatment plant
হল পানি পরিশোধনের একটি সমন্বিত ব্যবস্থা। মানে হল বিভিন্ন উৎস থেকে যেমন- ভূপৃষ্ঠ, বৃষ্টি, নদী ইত্যাদি থেকে পানি সংরহ করে সেটাকে পানের উপযোগী করার জন্য WTP ব্যবহার করা হয়। তাছাড়া পানির ক্ষতিকারক উপাদানের মাত্রা হ্রাস করার জন্য WTP ব্যবহার করা হয়। 
এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমরা পড়েছি। 

আকারভেদে বিভিন্ন ধরনের Water treatment plant হয় আমরা বাসা বাড়ীতে যে সকল ফিল্টার মেশিন ব্যবহার করি সেগুলো হল ছোট সাইজের Water treatment plant মাঝারি আকারের plant গুলো সাধারনত শিল্প কারখানা বা ছোট এলাকার পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় Water treatment plant হল ঢাকার সায়দাবাদে অবস্থিত। ঢাকায় আমরা ফিল্টার পানি নামে ড্রামের থেকে যে পানি খাই সেগুলোর সবচেয়ে বড় অংশ সায়দাবাদ থেকে সরবরাহ করা হয়। এর উৎপাদন ক্ষমতা 450,000 m3/day বা 45 কোটি লিটার প্রতিদিন। চিটাগাং নির্মানাধিন আছে বড় আকারের একটি Water treatment plant তাছাড়া প্রতিটি বিভাগীয় শহরের জন্য একটি WTP এর কাজ করছে সরকার। কয়েকটি বিভাগে নির্মাণ করা হয়েছে এবং অন্যান্য বিভাগের জন্য WTP নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আধুনিক ধরনের Water treatment plant ব্যবহার করছে বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো।
বিঃদ্রঃ যাদের এলাকায় বা আশেপাশে বড় ধরনের WTP আছে তারা তাদের জানা তথ্য শেয়ার করতে পারেন।

6 comments:

  1. ইটিপি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

    ReplyDelete
  2. ইটিপি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

    ReplyDelete
  3. ইফুলেন্ট টিটমেন্ট প্লান্ট এর পড়াশোনা কীভাবে করা যাবে একটু অনুগ্রহপুরবক আমাকে বলুন

    ReplyDelete

Powered by Blogger.