বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮।
নিয়োগ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (BPSC)।
১. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
পদের নামঃ শ্রম পরিদর্শক (সেফটি) ।
পদ সংখ্যা-৩৫ টি (সিভিল+ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল,কেমিক্যাল এবং কন্সট্রাকশন টেকনোলজী)।
২. প্রত্নতত্ত্ব অধিদপ্তর (উপসহকারী প্রকৌশলী - (সিভিল+এস্টিমেটর)
পদ সংখ্যা (৩+১) =৪টি।
আবেদনের ঠিকানাঃ bpsc.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ ১০.০৯.১৮ ইং দুপুর ১২ টা।
আবেদনের শেষ তারিখঃ ০৮.১০.১৮ ইং বিকাল ৬ টা।
বি.দ্রঃ আবেদন ফি প্রতি পদের জন্য আলাদাভাবে ৫০০ টাকা করে টেলিটকের মাধ্যমে এস,এম,এস করে জমা দিতে হবে।।
No comments