Header Ads

এস্টিমেটিং কি এবং কেন। কিভাবে এস্টিমেটিং এবং কস্টিং করবেন?


এষ্টিম্যট পর্ব-!!ফ্রেসার পর্ব -৬.

সুচনায় কিছু না বললেই নয়।আজ থেকে আমার পক্ষ থেকে একটা নতুন সেকশান খুলতে যাচ্ছি তা হল ধারাবাহিক পর্বে ভবনের বটম টু টপ এষ্টিম্যট।এষ্টিম্যটটা আমাদের জন্য যে কতটা প্রয়োজনীয় বিষয় যারা কর্মজীবনে ঢুকেছেন তারা নিশ্চয় এতদিনে টের পেয়েছেন। আমরা বিশেষ করে ফ্রেস ডিপ্লোমা হোল্ডার অজ্ঞতা বা অবহেলায় একাডেমীক জীবনে এষ্টিম্যট এরিয়ে গেছি বা দায়সারা ভাবে পাশের জন্য পড়েছি কিন্তু ভালভাবে বোঝা হয়নি এখন এসে ফলাফল পাচ্ছি।আমি প্রতিদিন মিনিমাম ৬০/৭০ টা ইনবক্স এটেন্ড করি যার ৫০ টাই থাকে এষ্টিম্যট সম্পর্কিত খারাপ লাগে ডিপ্লোমাদের কর্মজীবনে যে অধ্যায়টা হার্ট এর কাজ করে সেটাতেই আমাদের এত দূর্বলতা!!!!প্রায় সময় গ্রুপে এই এষ্টিম্যট নিয়ে পোষ্ট হয় আবার রিকোয়েস্ট থাকে ধারাবাহিক এষ্টিম্যট পোষ্ট করার জন্য #আমি খুবই নগন্য জ্ঞানের অধিকারী যা কিছুটা জানি তাই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি।আমি কপি করিনা ফলো করিনা নিজে যা পারি তাই বিলাতে চেষ্টা করি।যদি আপনাদের একটু উপকার হয় তাতেই সন্তুষ্টি।এষ্টিম্যট জিনিসটা হল বিভিন্ন সুত্রের সমন্বয়ে গানিতিক ভাবে করা হিসাব এটা ফিল্ড লেভেলে শতভাগ মিলবেনা ১৯-২০ হবেই তবে নিয়ম বা সুত্র সমুহ ঠিক থাকলে এটা কোন চিন্তার বিষয় নয়।সাহস করে ধরবেন দেখবেন সফল হয়েছেন।যার এষ্টিম্যট করবেন তাকে কল্পনায় রাখবেন এষ্টিম্যট শেষ পর্যন্ত চিন্তা শক্তি কাজে লাগাবেন এষ্টিম্যটে।
ধারাবাহিক পর্বের আজকের বিষয়টা হবে স্লোপড ফুটিং সহ বেইজ লেভেল।শুধুমাত্র কংক্রিটের হিসাব যা কলাম অংশ বাদে করা হয়েছে।কলামের ক্ষেত্রে স্লোপড বা ট্রাপিজয়েড ফুটিং বেশী ব্যবহার হয় এবং এটা নিয়েই সবার প্রশ্ন থাকে তাই এটা দিয়েই শুরু করলাম।লিখতে গেলে টাইপিং জটীলতায় অনেক সিম্বল দেয়া সম্ভব হয় না তাই আমি লিখে পোষ্ট করলাম পার্ট,পার্ট করে যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়।
ভবন নির্মান করতে লে-অউটের পর আসবে মাটি কাটার কাজ কলাম বেইজ বা ফুটিং করার জন্য।মাটি কাটার সময় কখনোই প্রদেয় ফুটিং সাইজের সমান করে মাটি খনন করা যায় না তাই কাটার সময় মিনিমাম " করে দুদিকে বাড়িয়ে কাটবেন হিসাবে ধরবেন।মাটি কাটার পর ড্রেসিং করে সেন্ড ফিলিং করা হয়েছে। সেন্ড ফিলিং টা অাধুনিক সময়ে ভুমিকম্প প্রতিরোধী একটা অংশ এটা বালিশ বা প্যডের মত কাজ করে যাহোক ওদিকে গেলে আরেকটা রচনা হয়ে যাবে তো সেন্ড ফিলিং এর পর যথাযথ প্রক্রিয়ায় কমপেকশান করে এক লেয়ার মানে সিংগেল লেয়ার ব্রিক ফ্লাট সলিং করে নেবো।#অনেক ক্ষেত্রে বালির উপরে পলিথিন দেয় এটা মুলত ডেম্প এর কোন কাজ করে না এটা দেয়া হয় আর্থ কনট্রাক্ট এর সীল হিসেবে এই পলিথিন ব্যবহারের পক্ষে বিপক্ষে হাজার যুক্তি তর্ক আছে কেউ বলে এটা ব্যবহারে কংক্রিটের বটম ক্ষতিগ্রস্ত হয়না স্টিলে মরিচা ধরতে পারবে না আবার আমার যুক্তি হল এটা না দেয়া। কারন একটা কম্পেকশান আছে মাটির বিয়ারিং ক্যপাসিটি বাড়াতে সিমেন্টে,পানি মিশিয়ে মাটিতে প্রবেশ করায় তাতে মাটি কংক্রিটের মাঝে একটা ইন্টারলকিং তৈরী হয় তাছাড়া সলিং টাতে লোড পড়লে তা মাটির সাথে প্রেসারে বসে যাবে যাহোক যে যার মত এটা ব্যবহার করবেন বা না করবেন।সলিংটা করার পর অনেকেই ফুটিং ডেপথ এর চারদিকে " খাড়া গাথুনী করে দেয় তাতে খরচ একটু বেশী হলেও লাভ অনেক যদিও আমি এখানে ধরিনি সেক্ষেত্রে যদি ধরেন তবে হিসেব টা হবে ফুটিং এর পরিসীমা মানে চারদিকে মোট দৈঘ্য *ফুটিং উচ্চতা =??বর্গ একক (মিটার বা ফুট)এর পর চিত্রের নিয়মে ক্যলকুলেশন।একক ফুট বা মিটার এটা নির্ভর করবে আপনার তথ্যটা কোন এককে আছে এমকেএস বা এফপিএস আমি এফপিএসে করলাম।
)মাটি কাটার হিসেব এর একক হবে ঘন একক '-"*'-"*'-"=৩১৩.২৬ সিএফটি
)সেন্ড ফিলিং একক ঘন একক
'-**'-"*'-"=৩৭.০২ সিএফটি
)বিএফএস বা সিংগেল লেয়ার ফ্লাট ব্রীক সলিং ঃএকক বর্গ একক
'-"*'-"=৫৫.২৫ এসএফটি।
)কংক্রিটের ভলিউম একক ঘন একক
এখানে টি অংশ চিত্র- লক্ষ করলে দেখবেন X পার্ট Y পার্ট
#X - পার্ট টা হল আয়তাকার তবে এটা বক্স আকারে বলে একে কিউবয়েড বলে।
এই অংশের ভলিউম হবে
ভলিউম='-"*'-"*'-"=৭২.০০ সিএফটি। (চিত্র নং-)
#Y -পার্ট। এটাই হল স্লোপড বা ট্রাপিজয়েড ফুটিং এর একমাত্র বোঝার বিষয় এটাকে বলে ট্রাংকেটেড পিরামিড চিত্র দেখলেই সহজে বুঝবেন
এর সুত্রটা কিন্তু মনে রাখতে হবে কারন এই ফুটিং এই নিয়ম বা সুত্রটাই আদর্শ নির্ভুল আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্য নিয়ম
সুত্র volume =1/3(A1+A2+^A1A2)*H (^=রুট ওভার বুঝানো হয়েছে)
#নোটিফিকেশন
A1=টপের এরিয়া বা উপরের অংশের ক্ষেত্রফল
A2=বটমের এরিয়া বা নীচের অংশের ক্ষেত্রফল
H=উচ্চতা।(")
A1='-"*'-"=.৩৪ বর্গ ফিট (চিত্র নং এর কলাম অংশ বা ভেতরে অংশ)
A2='-"*'-"=৪৮.০০ বর্গফুট (চিত্র নং এর ফুটিং অংশ বা বাহিরের অংশ)
এবার সুত্রে মান বসাই
1/3(A1+A2+^A1A2)*H ঘনফুট।
=1/(.৩৪+৪৮+^.৩৪*৪৮)*" ঘনফুট
=/(.৩৪+৪৮+১২.৬৬)*. ঘনফুট
=১০.৬৬ সিএফটি
#মোট কংক্রিট ভলিউম =(X +Y)ঘন ফুট
=(৭২+১০.৬৬) ঘনফুট
=৮২.৬৬ ঘনফুট।






বিঃদ্রঃ এটা শুধুমাত্র ট্রাপিজয়েড অংশ এখানে কলাম সাটারিং বাদ রেখেছি আগামি পর্বে কলাম,সাটার রিইনফোর্সম্যন্ট নিয়ে হবে ইনশাঅাল্লাহ কতটুকু বুঝলেন তার উপর নির্ভর করবে এই অধ্যায়ের ধারাবাহিকতা বা ভবিষ্যৎ।মানুষ ভুলের উর্ধ্বে নয় গানিতিক ভুল হতে পারে বাসে বসে লিখলাম তাই টাইপিং মিসটেক হতে পারে সে ব্যপারে কটাক্ষ করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ আল্লাহ সবার মঙ্গল করুন।

No comments

Powered by Blogger.