Header Ads

১৫ম শিক্ষক নিবন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কারনে অবশ্যই অংশগ্রহন করবেন।

চাকুরি প্রত্যাশীদের ১৫ম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ

চাকুরি প্রত্যাশী সকল ডিপ্লোমা প্রকৌশলীকে পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮ তে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।
গত ২৮/১১/১৮ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( NTRCA) ১৫ম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের সময়সীমা ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর/২০১৮ সন্ধ্যা ৬ঃ০০ পর্যন্ত।
.
বিজ্ঞপ্তিতে ক্রমিক নং ২৬ তে 'প্রদর্শক (কম্পিউটার/আইসিটি)' & ২৭ নং ক্রমিকে 'কম্পিউটার পদর্শক' পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) চেয়েছে।
৩১ নম্বর ক্রমিকে 'ট্রেড ইনস্ট্রাক্টর ' পদের জন্য ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে। এই পদের বিপরীতে পলিটেকনিক & মনোটেকনিক ইনস্টিটিউট থেকে প্রায় সব বিষয় নিয়ে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলী/কৃষিবিদগণ আবেদন করতে পারবে।


প্রঃ কোথায় চাকুরি হবে?
উঃ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ( হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল স্কুল, টেকনিক্যাল স্কুল & কলেজ প্রভৃতি)। যেখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়গুলো চালু আছে।
.
প্রঃ এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাতো খুব কম?
উঃ আরে না। উপরোক্ত পদগুলো পূরণের জন্য আগামি কয়েক বছরে শিক্ষক নিবন্ধনে পাশকৃত লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীর প্রয়োজন।
.
প্রঃ কীভাবে?
উঃ ২০২০ সাল থেকে ৬৪০টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাই স্কুল ও মাদ্রাসায় '১০টি বিষয় নিয়ে চালু হচ্ছে কারিগরি শিক্ষা কোর্স।'
(সূত্রঃ সময় টিভির সংবাদ, ২৯/১১/১৮, সকাল ৮ঃ০০ টার খবর)।
২০২১ সালে কারিগরি শিক্ষা কোর্স চালুকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০০০+ ছড়িয়ে যেতে পারে।
২০২২ বা পরবর্তী সময়ে দেশের প্রায় প্রতিটি হাই স্কুল বা সমমান প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা কোর্স চালু হবে এবং বিষয়ও ১০ থেকে বেড়ে যাবে। অবশ্য সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০% (প্রায় ১৬ হাজার) শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি কোর্স চালু করা।
ফলে লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীর চাকুরির সুযোগ দরজায় নক করছে।
.
এই চাকুরি পেলে অন্যতম যে সুবিধাঃ
১। শহরে বা গ্রামে যেখানেই বাড়ি হোক না কেন, বাড়ির পাশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ।
২। কর্মক্ষেত্র বাড়ির পাশে হলে শিক্ষকতার পাশাপাশি কৃষি, ব্যবসা ও রাজনীতি করার সুবর্ণ সুযোগ।
.
আর নয় অবহেলা। আবেদন করুন। প্রস্তুতি নিন। পরীক্ষায় অংশগ্রহণ করুন।

2 comments:

  1. ami government polytechnic theke computer tachnologyte diploma in engineering complete koresi.ami kon porjai a nibondhon exam dite parbo??school/collage.

    ReplyDelete

Powered by Blogger.