2019 BPSC নতুন প্রশ্ন প্যাটার্নে সিভিল ডিপার্টমেন্ট এর জন্য ২০০টি MCQ
BPSC নতুন প্রশ্ন প্যাটার্নে সিভিল ডিপার্টমেন্ট এর জন্য ২০০টি MCQ পোস্ট করা হল। পোস্ট টি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।
ডিপার্টমেন্ট প্রতি প্রশ্নের মান-১.৫
Model No: 01
১)R.C.C এর সাধারণ অনুপাত কত__
ক)১:৬:৭ খ)১:১:২
গ)১:৩:৬ ঘ)১:২:৪
উ.ঘ
২)১হেক্টর সমান কত একর?
ক)২.৫ খ)২.৪৫
গ)২.৪ ঘ)২.৪৭
উ.২.৪৭
৩) ৩মিমি পুরু ১বর্গমিটার কাচের ওজন কত_
ক)৮কেজি খ) ৯.০৭কেজি গ)৮.০৭ কেজি ঘ) ১৫কেজি
উ.৮.০৭ কেজি
৪)ক্রান্তি বাক কত প্রকার_
ক) ১ খ)২ গ)৩ ঘ)৪
উ.গ
৫)কোণাকৃতি আকারে এগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে_
ক)৩৫% খ)৪০%
গ)৪৫% ঘ) ৫০
উ.খ
৬) গোলাকৃতি আকৃতির মধ্যে ভয়েড থাকে_
ক)৩০% খ)৩৫%
গ)৪০% ঘ)৪৫%
উ.খ
৭)মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি ____প্রকার।
ক)২ খ)৩
গ)৪ ঘ)৫
উ.খ
৮)হাতে মিশ্রণ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে_
ক)৬% খ)৮%
গ)১০% ঘ)১২%
উ.গ
৯)ফেসিং স্লাবকে লাগাতে হলে ব্যবহার করতে হয়_
ক)লাইম প্লাস্টার
খ)সিমেন্ট প্লাস্টার
গ)প্লাস্টার অব প্যারিস
ঘ)জিসসাম প্লাস্টার
উ.গ
১০)সিড়িতে ট্রেডের প্রস্থ সাধারণত কত রাখা হয়__
ক) 15cm খ)20cm গ)25cm ঘ)30cm
উ.গ
১১)ভেনাকন্টাকটাতে জেটের ক্ষেত্রফল ও অরফিসের ক্ষেত্রফল কে বলে__
ক) Cc খ) Cd
গ) Cr ঘ) Ca
উ.ক
১২)কো-ইফিসিয়েন্ট কন্ট্রাকশনের গড় মান কত_
ক)0.6. খ) 0.64
গ)0.62 ঘ) 0.72
উ.খ
১২)A first class brick should not absorb water more than_____of it's own dry weight after 24hours immersion in cold water__
10% b) 13.33%
c)16.67% d)20%
Ans.c
১৩)The clinker is formed at a temperature of_
a)500c b)1000c
c) 1200c d) 1500c
Ans.d
১৪) According to Indian standard specifications the temperature for curing is
a)5c b)10c
c)27c d)42c
Ans.c
১৫) অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ
ক)নবীন খ)অচেনা
গ)প্রাচীন ঘ)তরুপ
উ.গ
১৬)Pride and prejudice is_
a)Short story
b)A drama
c)Ode d) A novel
Ans. d
১৭)পর্তুগিজ শব্দ কোনটি?
ক)বালতি খ)টেবিল
গ)চেয়ার ঘ)শরবত
উ.ক
১৮)কোন বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর _
ক) সরল খ)বিপরীত
গ)যৌগিক ঘ)সংযুক্ত
উ.খ
১৯) ২০১৭ সালে স্বাধীনতা পুরষ্কার পায় কোন প্রতিষ্ঠান _
ক) বাংলা একাডেমী
খ)পুলিশ বাহিনী
গ)বিমান বাহিনী
ঘ)সেনা বাহিনী
উ.গ
২০)পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়_
ক) ৩০শে জুলাই
খ)৩০শে সেপ্টেম্বর
গ)৩০শে অক্টোবর
ঘ) ২৯শে অক্টোবর
উ.খ
Model No: 02
১) ১ঘনমিটার পানির ওজন কত?
ক)১০০০লিটার
খ) ১০০০০লিটার
গ)৫০০লিটার
ঘ)৫০০০লিটার
উ.ক
২)১ঘনফুট পানির ওজন কত?
ক)৬০পাউন্ড খ)৬৫পাউন্ড
গ)৬২.৫পাউন্ড
ঘ)৬৫.৫পাউন্ড
উ.গ
৩)Pavement -এর অংশ কয়টি?
ক)৪টি খ)৩টি গ)৫টি ঘ)৬টি
উ.খ
৪)স্যানিটারি ও পানি সরবরাহের সুযোজনা দালানের মোট খরচ_
ক)৮% খ)১২%
গ) ১০% ঘ)১৪%
উ.ক
৫)আদর্শ ক্রান্তি বাক_
ক)ত্রিমাত্রিক অধিবৃত্ত
খ)ক্ল থয়েড
গ)লেমনিস্কেট
ঘ)কোনটিয় নয়
উ.খ
৬) ত্রিভুজায়ন সিস্টেমে কোন কোণের মান ন্যূনতম মান হওয়া উচিত ক) ১০ডিগ্রী খ)৩০ডিগ্রী
গ)৪৫ডিগ্রী ঘ)৬০ডিগ্রী
উ.খ
৭)কংক্রটে ৫% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য কত পর্যন্ত হ্রাস পেতে পারে?
ক)১৫% খ)২৫%
গ)৩০% ঘ)৩৫%
উ.৩০%
৮)কাঠামোর স্ফোটক( Efllorescene) সৃষ্টির জন্য দায়ী_
ক)আর্সেনিক খ)এসিড
গ)লবণ ঘ)ক্ষার
উ.গ
৯)কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১০)নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়_
ক)পাইল খ)ওয়েল
গ)কেইসন ঘ)কফার ড্যাম
উ.ঘ
১২)কাঠ এবং কংক্রিট একত্র করে যে পাইল তৈরি করা হয়_
ক)কম্পোজিট পাইল
খ)স্যান্ড পাইল
গ)রেমড পাইল
ঘ)ভাইব্রো পাইল
উ.ক
১৩) মোমেন্টের একক কি?
ক)kg/cm খ)kg-m
গ)N/m ঘ)fit-m
উ.খ
১৪)বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়_
ক)ইনফ্লেকশন বিন্দু
খ)বিপদজনক বিন্দু
গ)নিরপেক্ষ বিন্দু
ঘ)কোনটিয় নয়
উ.ক
১৫)কোন কাব্যটি রবীন্দ্রনাথের লেখা নয়?
ক)কল্পনা
খ)সোনালি কাবিন
গ)বলাকা
ঘ)সোনার তরী
উ.খ
১৬)An "ordinance" is___
An arms factory
b)A book c) A law
d) A newspaper
Ans.c
১৭) He has been ill____ Friday last.
From b)On
c)In. d)since
Ans.d
১৮)শুকনা বালির স্থিরতা কোণ কত?
ক)২০ডিগ্রী খ)২৫ডিগ্রী
গ)৩০ডিগ্রী ঘ)৩৫ডিগ্রী
উ.ক
১৯)ঢাকায় আহসান মঞ্জিল কবে তৈরি হয়?
ক) ১৯৭২ খ)১৮৭২
গ)১৯০৫ ঘ)১৮০৫
উ.খ
২০) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ৫.১৫ খ)৬.১৫
গ)৭.১৫ ঘ)৬.১০
উ.খ
Model: 03
১) ১:২:৪ অনুপাত ১০০ঘনফুট কংক্রিটে সিমেন্টের প্রয়োজন__
ক) ১০ব্যাগ খ) ১৮ব্যাগ
গ) ১৫ব্যাগ ঘ) ২২ব্যাগ
উ.খ
২)সড়ক বাধের side slope সাধারণত দেওয়া হয়_
ক) ২:১ খ)৩:১
গ)১:১ ঘ) ৪:১
উ.ক
৩) সিলেট বালির এফ. এম-
ক) ১.৫ খ) ১.৬
গ) ২.৬ ঘ) ১.৮
উ.গ
৪)কোর্স এগ্রিগেটের আকার_
ক) 3-30cm
খ) 4.5-35cm
গ) 4.75-40cm
ঘ) 5-40ccm
উ.গ
৫)সিড়ির নিন্মতলকে বলে-
ক)ল্যান্ডিং খ)ফ্লাইট
গ)সফিট ঘ)কোনটি নয়
উ.গ
৬)ফর্মওয়ার্ক কত প্রকার?
ক)২ খ) ৩ গ)৪ ঘ)৫
উ.খ
৭)শোরিং কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ) ৫
উ.খ
৮) Mass Concrete এর অনুপাত কত?
ক)১:১:২
খ) ১:১.৫:৩
গ)১:৩:৬
ঘ)১:২:৪
উ.খ
৯)cohesive soil কোনটি?
ক) Gravel খ)clay
গ) sand ঘ) Boulder
উ.খ
১০) আড়াআড়ি জোড়ের সাথে ডায়েল বার কত ডিগ্রী কোণে বসানো হয়?
ক) ৪৫ডিগ্রী
খ)৬০ডিগ্রী
গ) ৯০ডিগ্রী
ঘ) ১২০ডিগ্রী
উ.গ
১১)সড়কের যে অংশ দিয়ে গাড়ি চলাচল করে তাকে বলে__
ক) রাইট অব ওয়ে
খ)শ্লোডার
গ)ট্রাফিক ওয়ে
ঘ)পেভমেন্ট
উ.ঘ
১২)রাস্তার সর্বোচ্চবিন্দু কে বলা হয়__
ক) সুপার এলিভেশন
খ)ক্যাম্বার
গ)ক্রাউন
ঘ)ঢাল
উ.গ
১৩)বীম প্রধানত কত প্রকার?
ক) ৩ খ)৪ গ) ৫ ঘ) ৬
উ.গ
১৪)The base materials for distemper is_
a)chalk b)lime
c)clay d)lime putty
Ans.a
১৫)হরতাল কোন ভাষার শব্দ?
ক)চীনা খ)ওলন্দাজ
গ)ফরাসি ঘ)গুজরাটি
উ.ঘ
১৬)অনীক শব্দের অর্থ কি?
ক) সূর্য খ)সমুদ্র
গ)যুদ্ধজয় ঘ) সৈনিক
উ.ঘ
১৭)a-{a-(a+1)}=কত?
ক)a-1
খ)a+1
গ) a
ঘ)1
Ans. খ
১৮ The unit weight of mild steel ___
a)490 b)7850
c)6750 d)5550
Ans.b
১৯)Adjective from of 'Miser' is__
a)miserly b)miser
c)misery d)misearly
Ans.a
২০) এশিয়া মহাদেশে দীর্ঘতম সেতু কোন দেশে?
ক) বাংলাদেশ
খ)মালয়েশিয়া
গ)চীন
ঘ)ভারত
উ.গ
Model: 04
১)ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে____
ক)সিলিকা ও এলুমিনা
খ)আয়রণ ও সিলিকা
গ)সোডিয়াম ও আয়রন
ঘ)ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
উ.ক
২) সিমেন্টের Final setting time কত?
ক)১ঘন্টা খ)৪ঘন্টা
গ)৮ঘন্টা ঘ)১০ঘন্টা
উ.ঘ
৩)Leveling machine কি মাপতে ব্যবহৃত হয়?
ক) বিস্তার খ)কোণ
গ)উচ্চতা ঘ)দুরত্ব
উ.গ
৪)বাংলাদেশে সচরাচর কত নম্বরের হ্যান্ড পাম্প ব্যবহৃত হয়?
ক) ৫ নম্বর খ) ৬ নম্বর
গ)৭নম্বর ঘ) ৮ নম্বর
উ.খ
৫)গভীর কূপের ব্যাস সাধারণত হয়__
ক) ২-৫মি খ)৪-৯মি
গ)৩-৭মি ঘ)৩-১০মি
উ.ঘ
৬)Cv -এর গড় মান হলো-
ক)০.৬৪ খ)০.৯৭
গ)০.৬২ ঘ)০.৭২
উ.খ
৭)নছ কত প্রকার
ক)২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
উ.গ
৮) তরল পর্দাথের প্রবাহের সময় যে শক্তি অপচয় হয় তাকে বলে_
ক)বেগের লস
খ)চাপের লস
গ)ওজনের লস
ঘ)হেডলস
উ.ঘ
৯)ভিজা ক্ষেত্রফল ও ভিজা পরিসীমা অনুপাতকে চ্যাজির সূত্রে প্রকাশ করে___
ক) Cদ্বারা খ)Mদ্বারা
গ)Pদ্বারা ঘ)Rদ্বারা
উ.খ
১০) কূপ প্রধানত কত প্রকার ___
ক)২ খ) ৩ গ) ৪ ঘ)৫
উ.খ
১১)কোন এলাকার রানঅফ ও বৃষ্টিপাতের অনুপাতের হারকে বলে__
ক) রান-অফ-সহগ
খ)বৃষ্টিপাতের হার
গ)রান-অফের হার
ঘ)কোনটিয় না
উ.ক
১২)ত্রিভুজের ভূমি b উচ্চতা h হলে ভূমি রেখা থেকে C.G এর দূরত্ব হবে?
ক)h/2 খ)h/3
গ)2h/3 ঘ)h/4
উ.খ
১৩)ট্রাভাস কত প্রকার?
ক)২ খ)৩ গ) ৪ ঘ)৫
উ.ক
১৪) লেভেলিং স্টাফ প্রধানত কত প্রকার?
ক)২ খ)৩ গ) ৪ ঘ)৫
উ.ক
১৫)বেঞ্চ মার্ক প্রধানত কত প্রকার?
ক) ৩ খ)৪ গ)৫ ঘ)৬
খ)৪
১৬)গান্টার্স শিকলের দৈর্ঘ্য কত?
ক)৩৩ফুট খ)৪৪ফুট
গ)৫৫ফুট ঘ)৬৬ফুট
উ.ঘ
১৭) একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয়_
ক) ১০% খ) ১৫%
গ)২০% ঘ)২৫%
উ.ঘ
১৮)কোনটি ভাল অগ্নিরোধক__
ক)ইট খ) কংক্রিট
গ)পাথর ঘ)স্টিল
উ.ক
১৯) প্রজেক্টের উদ্দেশ্য__
ক) ২টি খ) ৩ টি
গ) ৪টি ঘ) ৫টি
উ.খ
২০)বিল্ডিং সার্ভিস বলতে বুঝায়__
ক) পানি সরবরাহ
খ)ড্রেনেজ
গ)স্যানিটারি
ঘ)সব কয়টি
উ.ঘ
Model: 05
১)কংক্রিট এগ্রিগেট থাকে মোট আয়তনের___
ক)৫০% খ)৬০%
গ)৭০% ঘ)৭৫%
উ.ঘ
২)কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে__
ক)কোণাকৃতি
খ)গোলাকার
গ)অসম আকৃতি
ঘ)ফ্লাকি
উ.ক
৩)ফর্মওয়ার্ক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৪)রঙের উপাদান কয়টি?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.গ
৫)অধিবৃত্তাকার বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৬) ক্রান্তি বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৬)লেভেলিং স্টাফ কত প্রকার___
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৭)জেলা হাইওয়ে কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৮)রেল সড়কে কেন্দ্রাতিগ অনুপাত কত?
ক)১/৪ খ)১/৮
গ)১/৬ ঘ)১/১০
উ.খ
৯)রিটেইনিং ওয়াল কত প্রকার ___
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১০)শতকরা কত ভাগের অধিক লবণে যুক্ত পানি কংক্রিট ব্যবহারে উপযোগী নয়___
ক) ৫% খ)১০%
গ)১৫% ঘ)২০
উ.ক
১১)নিচের কোনটি পরোসিটি এর মান?
ক)Vw/V খ)Vs/V
গ)Vv/V ঘ)Vv/Vs
উ.গ
১২) নিচের কোনটি ভয়েড রেশিও (e) এর মান?
ক) Vv/V খ)Vs/V
গ)Vw/V ঘ)Vv/Vs
উ.ঘ
১৩)তারাজু কাজে রঙিন সিমেন্ট মটারের অনুপাত কত?
ক)১:৪ খ)১:৩
গ)১:১ ঘ)১:২
উ.ঘ
১৪)ইট তৈরির ধাপ কয়টি?
ক)২টি খ)৩টি
গ)৪টি ঘ)৫টি
উ.ঘ
১৫) কাঁচা ইট পোড়ানো ও শোকানোর সময় কত % সংকুচিত হয়___
ক) ১৯% খ)১৭%
গ)১৫% ঘ)১০%
উ.ঘ
১৬) ইটের উপাদানে এলুমিনার পরিমাণ কত?
ক)২৫% খ)২০%
গ)৩০% ঘ)৩৫%
উ.গ
১৭)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?
ক)২২:৭ খ)৭:২২
গ)২২:৬ ঘ)২২:৫
উ.ক
১৮)পামটম কি?
ক)ছোট কুকুর
খ)পর্বতরোহণ সামগ্রী
গ)বাদ্যযন্ত্র
ঘ)ছোট কম্পিউটার
উ.ঘ
১৯) D.P.C সাধারণ অনুপাত কত?
ক)১:১.৫:৩
খ)১:১:২
গ)১:২:৩
ঘ)১:২৪
উ.ক
২০)সড়ক ও জনপথ অধিদপ্তর গঠন করা হয়__
ক)১৯৬০ খ)১৯৬২
গ)১৯৭২ ঘ)১৯৯২
উ.খ
Model: 06
১)পীড়ন কত প্রকার)
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
২)বিকৃতি কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.গ
৩)বীম কত প্রকার?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.গ
৪)উৎস অনুসারে বালি কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৫)আকার অনুসারে বালি কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৬)ইট সাধারণ কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.গ (ইট চার প্রকার যথা
১নং , ২নং, ৩নং, ও পিকড ঝামা ইট)
৭)ইট কাটা পদ্ধতি কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৮)আদর্শ ইটে লাইম শতকরা কতভাগ থাকে?
ক)৩০% খ)৫৫%
গ)১% ঘ)৫%
উ.গ
ইটের উপাদান ছন্দে ছন্দে মনে রাখুন
"সিমা এখানে আসবে, মামুন লাল,জবা ফুল দিবে"
সিমা_____সি
সি-সিলিকা--৫৫%
এ-এলুমিনা--৩০%
আ-আয়রণ অক্সাইড -৮%
মা-ম্যাগনেসিয়াম--৫%
লা-লাইম--১%
জ-জৈব পদার্থ-১%
৯) ফুটিং কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক(স্থায়ী ও অস্থায়ী ফুটিং)
১০) অগভীর ভিত্তি কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.গ
১১)গভীর ভিত্তি কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১২)ভিত্তি তে ব্যবহৃত পাইল কত প্রকার?
ক)৫ খ)৬ গ)৭ ঘ)৮
উ.গ
১৩)ফর্ম ওয়ার্ক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৪) পেইন্টের মূল উপাদান কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ঘ
১৫)ম্যানোমিটার কত প্রকার)
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৬)নির্মাণ কাজে কত ধরণেত স্টিরাপ ব্যবহৃত হয়?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.গ
১৭)জরিপকাজের মূলনীতি কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৮)শিকল জরিপের বাধাবিপত্তি কত ধরণের হয়___
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.ক
১৯)লেভেলিং প্রধানত কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
২০)বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
Model: 07
১)হাইওয়ে প্রধানত কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
২)আনুভূমিক বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৩) উলম্ব বাঁক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৪)ট্রাফিক চিহ্ন সাধারণত কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৫)গ্রাডিয়ান্ট কত প্রকার?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.ঘ
৬)লোড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৭)গঠিত অনুসারে ট্র্যাপ কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৮)ব্যবহার অনুসারে ট্যাপ কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৯)Water closet কয় ধরনের?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১০) wing wall সাধারণত কত প্রকার হয়?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১১)রিটেইনিং ওয়াল কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১২)ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা কয়টি?
ক)৮ খ)১০ গ)১২ ঘ)১৩
উ.খ
১৩)কার্ভ অব Deviation কয়টি বৃত্তচাপ সমন্বয়ে গঠিত _
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৪)বাঁক স্থাপনের কৌণিক পদ্ধতি __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৫)ভূ-আলোকচিত্র জরিপ ধাপ কয়টি?
ক) ২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
১৬)বিমান আলোক চিত্র জরিপ ধাপ কয়টি?
ক)২ খ)৩ গ) ৪ ঘ)৫
উ.৪
১৭)ফ্লেমিশ বন্ড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৮) রেকিং বন্ড কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৯)কাজের প্রকৃতি অনুযায়ী দরজা কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ঘ
২০)মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি ___প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
Model: 08
১)ক্যাভাটি ওয়ালের অংশ __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
২)কংক্রিটের আর্চ কত প্রকার __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৩)শোরিং কত প্রকার __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৪)ফর্মওয়ার্ক কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৫)আন্ডার পাইনিং করার পদ্ধতি __
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৬)বলের সাম্যাবস্থার সূত্র কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.খ
৭)বলের প্রভাব অনুসারে মোমেন্ট কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৮)লিভার কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
৯)T -বীমের অংশ কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১০) কলাম প্রধানতা কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক (লং কলাম ও শর্ট কলাম)
১১)ব্যবহৃত রি-ইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে কলাম কত প্রকার?
ক)৩ খ)৪ গ)৫ ঘ)৬
উ.খ( টাইড,কম্পোজিট,স্পাইরাল, কম্বিনেশন)
১২)ডগলেগড স্টেয়ার ফ্লাইট সংখ্যা___
ক)১ খ)২ গ)৩ ঘ)৪
উ.খ
১৩) ফ্লাট স্লাবের মূল অংশ ___
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
উ.ক
১৪)ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র___
ক)ব্যারোমিটার
খ)সেক্সট্যান্ট
গ)সিসমোগ্রাফ
ঘ)ম্যানোমিটার
উ.গ
১৫)লিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ___
ক) নদ খ)শিশু
গ)কবিরাজ ঘ)ননদ
উ.গ
১৬)BOD বলতে কি বুঝায়?
ক) Bacteria of damage
খ)Before oxidation damage
গ) Biochemical oxygen demand
ঘ) কোনটিয় নয়
উ.গ
১৭) ১অশ্ব(HP)=? কত
ক) 1.441KW খ)1.5KW
গ)1.746KW
ঘ)0.746 KW
উ.ঘ
১৮) 1MPa =? কত
ক) 160PSI খ)150PSI
গ)145PSI ঘ)135PSI
উ.গ
১৯)১:২:৪ অনুপাতে ১০০cft কংক্রিটে সিমেন্টের প্রয়োজন __
ক)১০ব্যাগ খ)১৫ব্যাগ
গ)১৮ব্যাগ ঘ)২০ব্যাগ
উ.গ
২০)লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন__
ক) কমে খ)বাড়ে
গ)স্বাভাবিক থাকে
ঘ)শূন্য হয়ে যায়
উ.ক
Model: 09
১)কংক্রিট ৪প্রকার যথাঃ-
ক)লাইম কংক্রিট
খ)সিমেন্ট কংক্রিট
গ)রি-ইনফোর্সমেন্ট কংক্রিট
ঘ)প্রি-স্ট্রেসড কংক্রিট
২)কংক্রিটের উপদানসমূহ গুলোঃ-
ক)সিমেন্ট
খ)এগ্রিগেট(মোটা ও সরু দানা)
গ)পানি
ঘ)এডমিক্সার
৩)সিমেন্ট পাঁচ প্রকার যথাঃ
ক)সাধারণ পোর্টল্যান্ড
খ)হাই এলুমিনা
গ)সুপার সালফেট
ঘ)প্রাকৃতিক সিমেন্ট
ঙ)বিশেষ সিমেন্ট
৪)কংক্রিটের মিশ্রণ দুই ধরণের __
ক)হাতে মিশ্রণ খ)মেশিনে মিশ্রণ
৫) কংক্রিটের মিকচার দুই প্রকারঃ-
ক)অবিরাম
খ)ব্যাচ মিকচার
৬)ভাইব্রেটর চার প্রকারঃ-
ক) ইন্টারনাল
খ)এক্সটারনাল
গ)সারফেস
ঘ)ভাইব্রেটিং টেবিল
৭)কিউরিং করার পদ্ধতি গুলাঃ-
ক) ছায়াময় করে
খ)পৃষ্টদেশ আবৃত করে
গ)পানি ছিটিয়ে
ঘ)ঘের করে
ঙ)ঝিল্লি করে
৮)প্রি-স্ট্রেসিং এর পদ্ধতি দুটি উপায়ে করা হয়ঃ-
ক)প্রি-টেনশনিং
খ)পোস্ট -টেনশনিং
৯)কাঠামোতে তিন প্রকার লোড আগত হয়ঃ-
ক) লাইভ লোড
খ)ডেড লোড
গ)উইন্ড লোড
১০)শোরিং তিন প্রকারঃ
ক)রেকিং খ)ফ্লাই গ)ডেড
১১)ভিত্তি প্রধানত দুই প্রকারঃ
ক)গভীর খ) অগভীর
গভীর ভিত্তি তিন প্রকার
ক)পাইল ভিত্তি
খ)কফারড্যাম ভিত্তি
গ)কেইশন ভিত্তি
অগভীর ভিত্তি চার প্রকারঃ-
ক)স্প্রেড ভিত্তি
খ)কম্বাইন্ড
গ)স্ট্রাপ
ঘ)ম্যাট বা রাফট ভিত্তি
১২)ক্যাভিটি ওয়ালের তিনটি অংশ __
ক)আউটার লিফ
খ)ইন্টার লিফ
গ)ক্যাভিটি
১৩)ফ্লোর দুই প্রকারঃ-
ক)গ্রাউন্ড ফ্লোর
খ)আপার ফ্লোর
১৪)ছাদ তিন প্রকারঃ-
ক)ঢালু ছাদ
খ)সমতল ছাদ
গ)বাঁকানো ছাদ
১৫)কাঠের জোড়া ছয় প্রকারঃ-
ক)লম্বালম্বি খ)প্রশস্তকারী
গ)ভারবাহী ঘ)ফ্রেমের
ঙ)কর্নার চ)তির্যক জোড়া
১৬)পেইন্টের মূল উপাদান পাঁচটিঃ-
ক)মূল উপাদান খ)বাহন
গ)দ্রাবক ঘ)শুষ্কীকরণ
ঙ)রঞ্জক
১৭)ভার্নিশের উপাদান তিনটিঃ-
ক)রেজিন খ)শুষ্ককারী
গ)দ্রাবক
১৮)পাম্প প্রধানত দুই প্রকারঃ-
ক)স্থানান্তরিত পাম্প
খ)সেন্টিফিউগাল পাম্প
স্থানান্তরিত পাম্প দুই প্রকারঃ-
ক) রেসিপ্রোকেটিং পাম্প
খ)ডায়াগ্রাম পাম্প
সেন্টিফিউগাল পাম্প তিন প্রকারঃ-
ক)কনভেনশনাল
খ)সেলফ
গ)এয়ার অপারেটড
১৯)বিল্ডিং সার্ভিস তিন প্রকারঃ-
ক)পানি সরবরাহ
খ)স্যানিটারি ফিটিং
গ)ড্রনেজ
২০) ২:২:৭ অনুপাতে যে যে উপাদান রয়েছেঃ-
চুন(২)
সুরকি(২)
খোয়া(৭)
Model: 10
১)জরিপ কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ঃ-
ক)সরজমিন কাজ
খ)দাপ্তরিক কাজ
গ)যন্ত্রপাতি সমন্বয়ন ও তত্ত্বাবধান
২)কাজের প্রকৃতি অনুসারে জরিপ তিন প্রকারঃ-
ক)ভূমি জরিপ
খ)সামুদ্রিক জরিপ
গ)জ্যোতিষীয় জরিপ
ভূমি জরিপ চার প্রকারঃ-
ক)ভূ-সংস্থানিক জরিপ
খ)কিস্তোয়ার জরিপ
গ)নগর জরিপ
ঘ)প্রকৌশল জরিপ
৩)বিজ্ঞানের উপর ভিত্তি করে জরিপ দুই প্রকারঃ-
ক)ভূমণ্ডলীয় জরিপ
খ) সমতলিক জরিপ
৪)ব্যবহৃত যন্ত্রপাতির ওপর ভিত্তি করে জরিপ ছয় প্রকারঃ-
ক)শিকল জরিপ
খ)কম্পাস জরিপ
গ)প্লেন টেবিল জরিপ
ঘ)থিওডোলাইট জরিপ
ঙ)ট্যাকোমিটার জরিপ
চ)বিমান জরিপ
৫)শিকল জরিপের মূলনীতিঃ-
ক) ত্রিভুজায়ন
খ)জরিপ সম্পূর্ণ থেকে অংশের দিকে
গ)যাচাই রেখা অংকন ইত্যাদি
৬)প্লেনটেবিল জরিপ চার প্রকারঃ-
ক) ট্রাভার্সিং
খ)রেডিয়েশন
গ)ইন্টারসেকশন
ঘ)রিসেকশন
৭)বেঞ্চমার্ক চার প্রকারঃ
ক)জি.টি.এস
খ)স্থায়ী
গ)অস্থায়ী
ঘ)ধার্যকৃত
৮)ঘের(ট্রার্ভাস)দুই প্রকারঃ-
ক)বব্ধ ঘের
খ)খোলা ঘের
৯)বাঁক প্রধানত দুই প্রকারঃ-
ক)বৃত্তাকার বাঁক
খ)অধিবৃত্তাকার বাঁক
বৃত্তাকার বাঁক তিন প্রকারঃ-
ক) সরল
খ)যৌগিক
গ)বিপরীত
অধিবৃত্তাকার বাঁক দুই প্রকারঃ-
ক)ক্রান্তি বাঁক
খ)উল্লম্ব বাঁক
ক্রান্তি বাঁক তিন প্রকারঃ
ক)সর্পিল
খ)ত্রিমাত্রিক
গ)লেমনিস্কেট অব বার্নোলি
উল্লম্ব বাঁক দুই প্রকারঃ-
ক)উত্তল বাঁক
খ)অবতল বাঁক
১০)থিওডোলাইট দুই প্রকারঃ-
ক)ট্রানজিট
খ)নন- ট্রানজিট
১১)কন্টুরঃ- নিদিষ্ট উপাত্ততল হতে সমলম্ব দূরত্বে অবস্থিত বিভিন্ন বিন্দুর সংযোগ কারী কাল্পনিক রেখাকে কন্টুর বলে।
কন্টুরিং:-- জরিপ বিদ্যার যে প্রক্রিয়ার সাহায্যে কন্টুর মানচিত্র ও নকশা তৈরি করা হয় তাকে কন্টুরিং বলে।
১২) ফ্লাই লেভেলঃ- কোন বেঞ্চ মার্ক থেকে দূরবর্তী কোন বিন্দুতে RL বহন করে নেয়ার জন্য যে লেভেলিং করা হয় তাকে ফ্লাই লেভেল বলে।
প্রোফাইল লেভেলিং:- ভূ-পৃষ্ঠের প্রকৃত অবস্থান জানার জন্য নিদিষ্ট দূরত্বে RL নির্ণয় করার জন্য যে লেভেলিং করা হয় তাকে প্রোফাইল লেভেলিং বলে।
১৩)ফোকাসিং:- লক্ষ্যবস্তুকে স্পষ্ট পরিষ্কারভাবে দেখার জন্য অভিনেত্র লেন্স ও অভিলক্ষ লেন্সকে সঠিক দূরিত্বে স্থাপন করাকে ফোকাসিং বলে।
প্যারালাক্সঃ- অভিলক্ষ কাঁচ কতৃক সৃষ্ট কোন বস্তু প্রতিবিম্ব যদি সঠিকভাবে ডায়াফ্রামে তলে পতিত না হলে তাকে প্যারালাক্স বলে। এটি দুর্বল জনিত ফোকাসিং।
১৪) ক)১লিংক=৭.৯২ইঞ্চি
খ)৮০ গান্টাস শিকল=১মাইল
গ)১০বর্গ গান্টার্স শিকল= ১একর
ঘ) Engineering শিকলের দৈর্ঘ্য=১০০ফুট
ঙ)মিটার শিকলে দৈর্ঘ্য= ২০মিটার বা ৩০মিটার
চ)গান্টার্স শিকলের দৈর্ঘ্য=৬৬ফুট
ছ)রেঞ্জি রডের দৈর্ঘ্য=২বা ৩মিটার,ব্যাস=৩সেমি
১৫) H.F.L=Highest Flood Level
M.S.L= Mean Sea level
G.T.S= Great Triangulation Survey
B.M= Bench Mark
R.L= Reduce Level
E.D.M=Electronic Distance Measurement
No comments