Header Ads

সিভিল ইঞ্জিনিয়ারিং চাকুরীর জন্য ট্রান্সফোর্টেশন ইঞ্জিনয়ারিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর। Model-01


বিষয়: ট্রান্সফোর্টেশন ইঞ্জিনয়ারিং


১. কর প্রাপ্তি অনুয়ায়ী বন্দর কত প্রকার
★ ২ প্রকার।
২. প্রোতাশ্রয়ের যে অংশে মালামাল উঠানামা এবং সংযোগের
সুবিধা থাকে তাকে কি বলে?
★ মেরিন টার্মিনাল
৩.যে বন্দরের বিশেষ এলাকায় কোন শুল্ক দিতে
হয় না তাকে কি বলে?
★ মুক্ত বন্দর
৪. বাণিজ্যিক প্রোতাশ্রয় কত প্রকার?
★ ২ প্রকার
৬.নৌবাহিনীর জন্য নির্মিতব্য প্রোতাশ্রয় কে বলে?
★ মিলিটারি প্রোতাশ্রয়
৭. বাংলাদেশের প্রোতাশ্রয়ে গুলো কি কি?
★ চট্টগ্রাম ও মংলা
৮. রেলগেজ ব্যাবহার করার উদ্দেশ্য কি?
★ রেল গেজ যাচাই করা
৯. স্লিপারকে উপরে উঠানোর কাজে ব্যাবহৃত হয়..?
★ স্লিপার টং
১০. স্লিপারের নিচে ব্যালাস্ট প্রবেশ করানোর জন্য ব্যাবহৃত হয়?
★বিটার কামপিক অ্যাক্স
১১. ক্যান্ট বা সুপার এলিভেশনের জন্য ব্যাবহৃত হয়?
★ক্যান্ট বোর্ড
১২. ফিসবোল্ট টাইট বা লুজ করার জন্য ব্যাবহৃত হয়..
★ স্প্যানার
১৩. রেলকে সোজা ও বাঁকানোর কাজে ব্যাবহৃত হয়.
★ জিম ক্রু
১৪. স্পাইক বসানোর জন্য ছিদ্র করা হয়?
★ অগার
১৫. সড়ক রেলের সমতা যাচাই করা হয়?
★ স্পিরিট ল্যাভেল
১৬. স্লিপার নড়াচড়া রোধে স্লিপারের চারপাশে ব্যালাস্ট
ছড়িয়ে দেয়াকে বলা হয়?
★ বক্সিং
১৭. PWI বলতে বুঝায়?
★ Permanent Way Inspector 
১৮. স্থায়ী সড়কে ত্রুটি কয়টি?
★৩টি
১৯. সার্ভিস লাইফের উপর ভিত্তি করে ব্রিজ কত প্রকার?
★ ৩ প্রকার
২০. সুপার স্ট্রাকচারের উপর ভিত্তি করে ব্রিজ কত প্রকার?
★ ২ প্রকার

No comments

Powered by Blogger.