Header Ads

গণিতের ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ, জেনে রাখুন সারা জীবন কাজে লাগবে।

গণিতের ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থসহ দেওয়া হলো। যারা B.sc করতেছেন বা করবেন তাদের অনেক প্রয়োজন হবে।জানা থাকলে বিভিন্ন চাকুরীর পরীক্ষায়ও উপকার হবে।

1. Integer — পূর্ণসংখ্যা
2. Fraction — ভগ্নাংশ
3. Ratio — অনুপাত
4. Decimal — দশমিক
5. Division — ভাগ
6. Velocity — বেগ
7. Multiple — গুনক
8. Factor — উৎপাদক
9. Odd — বিজোড়
10. Even — জোড়
11. Product — গুনফল
12. Quotient — ভাগফল
13. Remainder — ভাগশেষ
14. Acute angle — সুক্ষকোণ
15. Alternate angle — একান্তরকোণ
16. Complementary angle — পূরক কোণ
17. Right angle — সমকোণ
18. Obtuse angle — স্থুল কোণ
19. Parallelogram — সামান্তরিক
20. Square — বর্গক্ষেত্র
21. Triangle –ত্রিভুজ
22. Perpendicular — লম্ব
23. Isosceles triangle — সমদ্বিবাহু ত্রিভুজ
24. Equilateral triangle — সমবাহু
25. Scalene triangle — বিষমবাহু ত্রিভুজ
26. Hypotenuse — অতিভুজ
27. Area — ক্ষেত্রফল
28. Perimeter — পরিসীমা
29. Regular cube — সুষম ঘন
30. Volume — আয়তন
31. Cube — ঘন
32. Radius — ব্যসার্ধ
33. Circumference — পরিধি
34. Tangent — স্পর্শক
35. Semi-circle — অর্ধবৃত্ত
36. Diameter — ব্যাস
37. Altitude — উচ্চতা
38. Denominator--- হর
39. Numerator--- লব
40. Improper fraction --- অপ্রকৃত ভগ্নাংশ
41. proper fraction --- প্রকৃত ভগ্নাংশ
42. Inverse ratio--- ব্যস্ত অনুপাত
43. Complex fraction --- জটিল ভগ্নাংশ
44. Exterior angle --- বহিঃস্থ কোন
45. Interior angle --- অন্তঃস্থ কোন
46. Mean --- গড়
47. Median --- মধ্যমা
48. Prime Number --- মৌলিক সংখ্যা
49. Irrational number --- অমূলদ সংখ্যা
50. Rational number --- মূলদ সংখ্যা
51. Positive number by --- ধণাত্নক সংখ্যা
52. Natural number --- স্বাভাবিক সংখ্যা
53.variable --- চলক


No comments

Powered by Blogger.