Header Ads

সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য বাংলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর ২০১৯।

সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরঃ


১। স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি
রচনা করেন ?

= স্মরণ
২। বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় কোনটিকে ?
= চৈতন্য পরবর্তী যুগকে
৩।ডাকঘর রবীন্দ্রনাথের কোন
ধরনের নাটক ?
= সাংকেতিক
৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে
চায়’ গানটির গীতিকার ও সুরকার কে ?
= আব্দুল লতিফ
৫। জসীমউদদীনের ‘কবর’ কবিতাটি
কোন
ছন্দে রচিত ?
= মাত্রাবৃত্ত । মনের রাখুন সোনারতরী
এবং
চর্যাপদও মাত্রাবৃত্ত ।
৬। অগ্নিবীণা র কোন কবিতার জন্য
প্রকাশকারী পত্রিকাটির সেই সংখ্যা
বাজেয়াপ্ত করা হয় ?
= রক্তাম্বরধারিনী মা
৭ । তাজকেরাতুল আম্বিয়া অবলম্বনে
কে
তাপস মালা রচনা করেন ?
= ভাই গিরিষ চন্দ্র সেন
৮ । জসীউদদীনের ‘এক পয়সার বাঁশি‘
কোন
ধরনের রচনা ?
= শিশুতোষ
৯। কাজী নজরুল ইসলাম কোন কবিতার
জন্য
কারাভোগ করেন ?
= আনন্দময়ীর আগমনে
১০ । শর্মিলা ও উর্মিলা রবীন্দ্রনাথের
কোন
উপন্যাসের নায়িকা ?
= দুইবোন
১১। রবীন্দ্রনাথের কোন
উপন্যাসের মূল
উপজীব্য সামাজিক নিয়ম নীতির দ্বন্দ্ব ?
= যোগাযোগ
১২। ‘ছিন্নপত্রে’ র অধিকাংশ পত্র কাকে
উদ্দেশ্য করে লেখা ?
= ইন্দিরা দেবী
১৩। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির
অবদান সবচেয়ে বেশি ?
= উইলিয়াম কেরি
১৪। রংপুর থেকে ‘মানিক রাজার গান’ কে
সংগ্রহ করেছিলেন ?
= জর্জ গিয়ারসন
১৫ । বাংলা উপন্যাস সাহিত্যে ধারার প্রথম
পুরুষ কে ?
= প্যারিচাঁদ মিত্র
১৬। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী
তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় ?
= সেন আমলে
১৭ । ‘১৯৭১ বন্ধুর মুখে শত্রুর ছায়া' বইটি
কে
লিখেছেন ?
=হাসান ফেরদৌস
১৮ । সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন
উপন্যাসে
বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের
চিত্র
অঙ্কিত হয়েছে ?
= পূর্ব -পশ্চিম
১৯ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ
কে রচনা করেন ?
= দীনেশচন্দ্র সেন
২০ । রবীন্দ্রনাথের লেখা প্রথম
ছোটগল্প
কোনটি ?
= ভিখারিনী।



বাংলা সাহিত্যের 2জন #সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি


(১) #ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)
.
১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? 
উঃ ১৮২০ সালে
২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? 
উঃ সংস্কৃত কলেজ থেকে
৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? [৩১ তম বিসিএস]
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? 
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? [২১ তম বিসিএস]
উঃ ’প্রভাবতী সম্ভাষণ’, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।
৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ 
উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।
৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? 
উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
৮। ঈশ্বরচন্দ্রের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের অনুবাদ? 
উঃ ‘কমেডি অব ইররস’।
৯। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ কৌমুদী
১০। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? 
উঃ বিধবা বিবাহ আন্দোলন
১১। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? 
উঃ ১৮৯১ সালে।
(২) কাজী #নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? 
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? 
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? 
উঃ আনন্দময়ীর আগমনে 
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন? 
উঃ বসন্ত
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? 
উঃ সঞ্চিতা
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? 
উঃ ব্যথার দান ( ১৯২২) 
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? 
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? 
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? 
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা
ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ 
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি? 
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা। 
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি? 
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 
উঃ ১৯২৬ সালে। 
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? 
উঃ ১৩ বার। 
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে


বাংলার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর:


০১) “গ্রামবার্ত্তা প্রকাশিকা” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

__উত্তর : হরিনাথ মজুমদার।
.
০২) “পদ্মাবতী” কাব্যগ্রন্থের অনুবাদক কে?
__উত্তর : আলাওল।
.
০৩) “বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়”এর প্রথম উপন্যাস "পথের পাঁচালী" কত সালে প্রকাশিত হয়?
__উত্তর : ১৯২৯ সালে।
.
০৪) "আনোয়ারা" গ্রন্থটির রচয়িতা কে?
__উত্তর : মোহাম্মদ নজিবর রহমান।
.
০৫) “রসগোল্লা” কোন জাতীয় রচনা?
__উত্তর : রম্য রচনা।
.
০৬) “বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত” ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?
__উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ।
.
০৭) “ছন্দের যাদুকর” বলা হয় কাকে?
__উত্তর : সত্যেন্দ্রনাথ দত্তকে।
.
০৮) “শ্রীকান্ত” উপন্যাসটির লেখক কে?
__উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
.
০৯) “পূর্ব-পশ্চিম” উপন্যাসের উপজীব্য কী?
__উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।
.
১০) “দেশে-বিদেশে” ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?
__উত্তর : সৈয়দ মুজতবা আলী।
.
১১) “বাংলা সাহিত্যের” প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?
__উত্তর : মধুসূদনের কৃষ্ণকুমারী (১৮৬১)
.
১২) “সংশপ্ত” উপন্যাসের লেখক কে?
__উত্তর : শহীদুল্লাহ কায়সার।
.
১৩) “মেঘনাদবধ” কাব্যের লেখক কে?
__উত্তর : মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-৭৩)
.
১৪) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন ও মৃত্যু বরন করেন ?
__উত্তর : ১৮৬১-১৯৪১ সালে।
.
১৫) “নজরুলের সঞ্চিতা (১৯২৮)” কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
__উত্তর : ৭৮টি।
.
১৬) "কেউ কিছু বলতে পারে না" মুনীর চৌধুরীর কী ধরনের রচনা?
__উত্তর : অনুবাদ নাটক।
.
১৭) "জাহান্নাম হইতে বিদায়" শওকত ওসমানের কী ধরনের রচনা?
__উত্তর : উপন্যাস।
.
১৮) "কবর" কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__উত্তর : কল্লোল পত্রিকায়।
.
১৯) "তাসের দেশ (১৯৩৩)” নাটকটির রচয়িতা কে?
__উত্তর : রবীন্দ্রনাথ।
.
২০) "শিব মন্দির (১৯২১)” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__উত্তর : কায়কোবাদ।
.
২১) "রবীন্দ্রনাথের" প্রথম নাটকের নাম কী?
__উত্তর : প্রকৃতির প্রতিশোধ (১৮৮৪)।
.
২২) "এইসব দিনরাত্রি" নাটকটি কার?
__উত্তর : হুমায়ূন আহমেদের।
.
২৩) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
__উত্তর : মুক্তি (কাব্যগ্রন্থ ২২টি)
.
২৪) "রক্তকবরী" নাটকটি কার?
__উত্তর : রবীন্দ্রনাথের।
.
২৫) "ফণিমনসা" কাব্যের রচয়িতা কে?
__উত্তর : কাজী নজরুল ইসলাম।
.
২৬) "ওরা কদম আলী" নাটকটি কার?
__উত্তর : মামুনুর রশীদ (১৯৪৮-বর্তমান)

No comments

Powered by Blogger.