Header Ads

জেনে নিন দিনাজপুর জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি।



জেনে নিন দিনাজপুর জেলা সম্পর্কিত তথ্যাবলি------


দিনাজপুর জেলা কবে প্রতিষ্ঠিত হয়?
= ১৭৮৬ সালে।
দিনাজপুর জেলার আয়তন কত?
= ৩,৪৪৪.৩০ বর্গ কি.মি।
দিনাজপুর জেলা কোন বিভাগের?
=রংপুর।
দিনাজপুর জেলার উপজেলা কতটি?
= ১৩ টি।
দিনাজপুর জেলায় গ্রাম কতগুলো?
=২,১৩১ টি।
দিনাজপুর জেলায় মোট ইউনিয়ন সংখ্যা কত?
=১০১ টি।
কান্তজীর মন্দির কোন জেলায়?
=দিনাজপুর।
রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
=দিনাজপুর।
দিনাজপুর জেলার ১৩ টি উপজেলার নাম কি কি?
=দিনাজপুর সদর, কাহারোল, ঘোড়াঘাট, বিরল, খানসামা, পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর, বোঁচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ি, চিরিরবন্দর।
দিনাজপুর জেলার উল্লেখযোগ্য নদ-নদী কি কি?
= করতোয়া, আত্রাই, যমুনা, টাঙান, দীপা নদী ইত্যাদি।
বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে?
=দিনাজপুর(৩৭.৫০ মি. উঁচুতে)
দিনাজপুর জেলায় সীমান্তবর্তী এলাকা গুলো?
=বিরল,হিলি,ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর, বাসুদেবপুর।
দিনাজপুর জেলায় কোন কোন উপজাতি থাকে?
=সাঁওতাল, মাহাতো,পলিয়া।
রংপুর বিভাগে জনসংখ্যা বেশী কোন জেলায়?
=দিনাজপুর।
মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর জেলা কত নম্বর সেক্টরে ছিলো?
= ৬ নং
এই জেলায় আন্তঃসিমান্ত বা অভিন্ন নদী গুলো কি কি?
=তেঁতুলিয়া, টাঙন, পুনর্ভবা, আত্রাই।
দিনাজপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি?
=হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শালবন বিহার কোথায়?
=দিনাজপুর।
দিনাজপুর জেলায় মোট জনসংখ্যা কত?
=৩১,০৯,৬২৮(প্রায়)
দিনাজপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কত?
=১.২২%
দিনাজপুর জেলার স্বাক্ষরতার হার কত?
=৫২.৪%
ঢাকা থেকে দিনাজপুর জেলার দুরুত্ব কত?
= ৩৩৮ কি.মি.
কার নাম অনুসারে দিনাজপুর জেলার নামকরণ করা হয়?
=দীনা রাজ।
দিনাজপুর জেলার বিখ্যাত খাবার কি?
=লিচু, চিড়া, পাপড়।
এই জেলার উল্লেখিত স্থান গুলো
=কয়লাখনি, সপ্নপূরী, রাজবাড়ি ইত্যাদি।


No comments

Powered by Blogger.