যারা ডিপ্লোমা বা বিএসি ইঞ্জিনিয়ারিংএ নতুন ভর্তি হলেন তাদের জন্য গুরুত্বপূর্ন কিছু কথা।
যারা Diploma বা B.s.c নতুন ভর্তি হলে তাদের জন্য :
তুমি ডিপ্লোমা বা বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছো, তুমি 'ইঞ্জিনিয়ার' হবে....এটা খুব ভালো কথা....কিন্তু তুমি যদি ভর্তি হয়েই ভাবো তুমি 'ইঞ্জিনিয়ার হয়ে যাবা ৪ বছর পর....ভালো বেতনের একটা চাকরী পাবা...কোন এক সুন্দরী রমনী এসে তোমাকে বিয়ে করে ফেলবে তোমার নামের আগে 'ইঞ্জিনিয়ার ট্যাগ দেখে...তাহলে তুমি ঘোরে আছো...তুমি ৪বছর পর সার্টিফিকেট একটা ঠিকই পাবা কিন্তু সেই সার্টিফিকেট তোমার কোন কাজে আসবে না...এটা তোমার কষ্টের কারণ হবে...তোমাকে তীব্র রকমের কষ্ট দেবে....সে কষ্ট তুমি কাউকে বলতেও পারবে না . আবার নিজে সহ্য করতে পারবে না।
আমার পরিচিত কিছু ছেলে আছে যারা ডিপ্লোমা বা বি.এস.সি এর পর এই কষ্ট ভোগ করে যাচ্ছে দিনের পর দিন...তাদের কাছে শুনে দেখো তাদের কি অবস্থা...তারা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না..তাদের চোখ ঝাঁপসা হয়ে আসবে..!! যে লোকটার একটা হাত নেই...হারিয়ে ফেলেছে কোন দূর্ঘটনার মাধ্যমে...সে চাইলেও আর যেমন তার হাতটা আগের মতো ফিরিয়ে আনতে পারবে না...ঠিক তোমার লাইফের এই মূল্যবান সময়টা আর ফিরিয়ে আনতে পারবে না....তাই এই মূল্যবান সময়টাকে হেলায় উড়িয়ে দিওনা।
আমাদের একটা খারাপ অভ্যাস আছে, আমরা যখন নতুন ভর্তি হই, তখন মনে করি প্রথম দুই/একসেমিস্টার খারাপ হলে কিছু হবে না...কয়েক সেমিস্টার পর খুব ভালো করে পড়ে তখন এটা
পুষিয়ে দেবো...কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যখন ভালো করে পড়তে যাই ...যখন আমাদের ভুলটা বুঝতে পারি তখন অনেক দেরী হয়ে যায়...অনেক দেরী...!!
পুষিয়ে দেবো...কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যখন ভালো করে পড়তে যাই ...যখন আমাদের ভুলটা বুঝতে পারি তখন অনেক দেরী হয়ে যায়...অনেক দেরী...!!
তাই আমি যারা নতুন Diploma/Bsc ভর্তি হয়েছো তাদের বলবো তোমার এক সেকেন্ডের জন্যও এই মূল্যবান সময়কে নষ্ট করো না...তুমি আজ ই ঠিক করে ফেলো ৪ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও...ভাগ্য বলে কিছু নেই...তুমি নিজেই তোমার ভাগ্যের নিয়ন্ত্রক ...অনেকে বলে, "আমার ভাগ্য ভালো না, ভাগ্যে ছিলো না তাই হয় নি" এই কথাগুলো আমার কাছে খুব হাস্যকর লাগে...তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো...তার জন্য কঠোর পরিশ্রম করো...নিজে সৎ থাকো...আল্লাহ্ তোমাকে তোমার ডিস্টিনেশনে পৌছে দেবে...!!!
.
প্রথম থেকেই পরিকল্পনা করে শুরু করো...তুমি নিজেকে ৪ বছর পর কোথায় দেখতে চাও...!! প্লীজ হেলায় উড়িয়ে দিও না সময়টাকে...পরে আফসোস করতে হবে.. হতাশায় কাটাতে বাকি জীবন এই সময়টার জন্য ...!!
.
প্রথম থেকেই পরিকল্পনা করে শুরু করো...তুমি নিজেকে ৪ বছর পর কোথায় দেখতে চাও...!! প্লীজ হেলায় উড়িয়ে দিও না সময়টাকে...পরে আফসোস করতে হবে.. হতাশায় কাটাতে বাকি জীবন এই সময়টার জন্য ...!!
No comments