AMIE কোর্সে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী ২০১৯ প্রকাশ।
AMIE কোর্সে ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ
• ভর্তির ফরম এবং ভর্তির টাকা জমা দেওয়ার জন্য পে-স্লিপ (Pay Slip) আইইবি'র Website থেকে Download করে সংগ্রহ করতে হবে । এ ক্ষেত্রে ভর্তি ফরম উভয় পেজ এ প্রিন্ট নিতে হবে ।
• বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতরা ভর্তি হতে পারবে । সেই ক্ষেত্রে CGPA-3.00(in the scale of 4.00) থাকতে হবে ।
No comments